ছবি সংগৃহীত

শাকিব খান অভিনীত ‘হিটম্যান’ নিষিদ্ধ !!

শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’ সিনেমাটি ২০১২ সালে মুক্তি পাওয়া আরেক তামিল সিনেমা ‘ভিটাই’ এর কার্বন কপি। এদিকে গতকাল মঙ্গলবার সেন্সর বোর্ড কর্তৃক ‘হিটম্যান’ সিনেমাটি আটকে দেয়া হয়। যদি সিনেমাটির প্রযোজক- পরিচালক তালিম সেই সিনেমাটির কপিরাইট শর্ত কিনে আনতে পারেন তবে তা সেন্সর ছাড়পত্র দেয়া হবে।

A H Murad
লেখক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৪, ০৭:৩০ আপডেট: ২৬ মার্চ ২০১৮, ০২:৩৮
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৪, ০৭:৩০ আপডেট: ২৬ মার্চ ২০১৮, ০২:৩৮


ছবি সংগৃহীত
(প্রিয়.কম) অবশেষে প্রিয়.কম-এর প্রতিবেদনটি সত্যি হল। গেল ২৬ সেপ্টেম্বর দুটি নকল সিনেমা নিয়ে প্রিয়.কম-এ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। রিপোর্টটিতে সেন্সরে থাকা দুটি চলচ্চিত্র নিয়ে ছিল। প্রিয়.কম-এ রিপোর্টটি প্রকাশের পর আরও বেশ কিছু অনলাইন মিডিয়া একই তথ্য ব্যবহার করে রিপোর্ট প্রকাশ করেন। আর এই রিপোর্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় উঠে। সর্বশেষ সেন্সর বোর্ডের সদস্যরা বিষয়টি আমলে নেন। শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’ সিনেমাটি ২০১২ সালে মুক্তি পাওয়া আরেক তামিল সিনেমা ‘ভিটাই’ এর কার্বন কপি। এদিকে গতকাল মঙ্গলবার সেন্সর বোর্ড কর্তৃক ‘হিটম্যান’ সিনেমাটি আটকে দেয়া হয়। তবে সেন্সর বোর্ডের এক সদস্য মারফত জানা গেছে, যদি সিনেমাটির প্রযোজক- পরিচালক তামিল সেই সিনেমাটির কপিরাইট শর্ত কিনে আনতে পারেন তবে তা সেন্সর ছাড়পত্র দেয়া হবে। আসছে ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘হিটম্যান’ সিনেমাটির। ‘হিটম্যান’ আটকা পরায় আরও একজন বিপাকে পড়েছেন। আর তিনি হলেন শাকিব খান। জনপ্রিয় এই নায়কের উপরে শনির দশা যেন কাটছেই না। ঈদে এই নায়কের এখন কোন সিনেমা মুক্তি পাবে কিনা এ নিয়েও সন্দেহ রয়েছে। গেল ঈদে তাঁর অভিনীত ‘হিরো দ্যা সুপারস্টার’ মুক্তি পায়। কিন্তু সেই চলচ্চিত্রটিও তেলেগু ‘রেবেল’ সিনেমার নকল ছিল। মুক্তির পরেই এটি নিয়ে সমালোচনার ঝড় উঠে। সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। বাংলা সিনেমায় নকলের যে কালো থাবা ভর করেছে সেন্সর বোর্ডকেই এর বিরুদ্ধে যথাযথ প্রদক্ষেপ এখনই নিতে হবে বলেছেন চলচ্চিত্র বোদ্ধারা।

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...