নন্দিত পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত 'দেবদাস'।
Ashiq Rahman
লেখক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১১:৩৮ আপডেট: ২১ জুলাই ২০১৮, ০৬:১২
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১১:৩৮ আপডেট: ২১ জুলাই ২০১৮, ০৬:১২
ছবি সংগৃহীত
নন্দিত পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত "দেবদাস"
দেবদাসের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। এই চলচ্চিত্রটি একযোগে ৪০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। গত কয়েক মাসে শাকিব অভিনীত কোনও ছবি একযোগে এতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। সে কারণে 'দেবদাস' নিয়ে তিনি গর্বিত ও উচ্ছ্বসিত।
দেবদাস কাহিনী সবার একটু আকটু জানাই। কালজয়ী ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুনিপুণভাবে তাদের প্রেমগাথা রচনা করেছেন। ভালোবাসা দিবসের বিষয়টি বিবেচনা করেই ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেয়া হচ্ছে।
পরিচালক জানিয়েছেন, ছবিটি ডিজিটাল এবং ৩৫ মিমি- এ দুই প্রযুক্তিতেই মুক্তি পাবে। ২০১০ সালে শাকিব খান, মৌসুমী, অপু বিশ্বাস ও শহীদুজ্জামান সেলিমকে নিয়ে 'দেবদাস' ছবির শুটিং শুরু হয়েছিল। অবশেষে প্রায় তিন বছর পর দর্শকরা ছবিটি রূপালী পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন। এ ছবিতে অপু বিশ্বাস পার্বতীর চরিত্রে ও মৌসুমী চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছেন।
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন