উত্তম আকাশ পরিচালিত ডিজিটাল চলচ্চিত্র ‘ঢাকা টু বোম্বে’ ১৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব, সাহারা, ওমর সানি, সুচরিতা, সাদেক বাচ্চু, কাবিলা, নাসরিনসহ আরও অনেকে।
priyo.com
লেখক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৩, ০৯:৩২ আপডেট: ১২ মে ২০১৮, ০৪:১৬
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৩, ০৯:৩২ আপডেট: ১২ মে ২০১৮, ০৪:১৬
ছবি সংগৃহীত
উত্তম আকাশ পরিচালিত ডিজিটাল চলচ্চিত্র ‘ঢাকা টু বোম্বে’ ১৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব, সাহারা, ওমর সানি, সুচরিতা, সাদেক বাচ্চু, কাবিলা, নাসরিনসহ আরও অনেকে।
এর গল্পে দেখা যায়, কিশোর বয়সে শাকিব পাচার হয়ে যায় বোম্বে। সেখানে এক হৃদয়বান ব্যক্তির কাছে আশ্রয় পায় সে। বড় হয়ে সে ভুলতে পারে না তার পাচার হওয়ার ঘটনা। এক পর্যায়ে জানতে পারে সাহারা পাচারকারীদের খপ্পরে পড়ে। সাহারার ক্ষতি হবার আগে শাকিব তাকে উদ্ধার করে।
দেশে এসে পাচারকারী দলের সদস্যদের চিহ্নিত করে এদের নির্মূল করে। এ ধরনের একটি গল্প নিয়ে তৈরি হয়েছে উত্তম আকাশের ঢাকা টু বোম্বে ছবিটি।
ঢাকা টু বোম্বে ছবিটি মুক্তি উপলক্ষে গোধুলী ফিল্মস গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছবির শিল্পী, কলা-কুশলীসহ চলচ্চিত্র অঙ্গণের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ছবিটি প্রযোজনা করেছেন গোধুলী ফিল্মস, পরিবেশনায় মা চিত্রকথা।
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন