ছবি সংগৃহীত

এটিএম শামসুজ্জামানের ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

অভিনেতা এটিএম শামসুজ্জামানের বড় ছেলে এটিএম কামালুজ্জামান কবিরকে হত্যার দায়ে তার আরেক ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলকে যাবজ্জীবন কারাদণ্ড এর পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

priyo.com
লেখক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৪, ০৮:৩৫ আপডেট: ০৯ মার্চ ২০১৮, ১০:৩৮
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৪, ০৮:৩৫ আপডেট: ০৯ মার্চ ২০১৮, ১০:৩৮


ছবি সংগৃহীত
(প্রিয়.কম) অভিনেতা এটিএম শামসুজ্জামানের বড় ছেলে এটিএম কামালুজ্জামান কবিরকে হত্যার দায়ে তার আরেক ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলকে যাবজ্জীবন কারাদণ্ড এর পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রোববার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। ২০১২ সালের ১৩ মার্চ পুরান ঢাকার সূত্রাপুরে এটিএম শামসুজ্জামানের বাসায় ভাইয়ের ছুরিতে খুন হন কবির। ঘটনার পর এটিএম শামসুজ্জামান নিজেই ছোট ছেলে কুশলের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরপরই পুলিশ কুশলকে গ্রেপ্তার করে। এই মামলায় ২০১২ সালের ২৫ জুন কুশলকে আসামি করে অভিযোগপত্র দেন সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মুনিরুল ইসলাম। ওই বছরের ৩১ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে। গত বছর ৩০ জানুয়ারি আদালতে সাক্ষ্য দিতে এসে শামসুজ্জামান তার এক ছেলের হাতে নিজের অন্য ছেলের খুনের বর্ণনা দেন। তিনি সেদিন বলেন, আমার পারিবারিক ইতিহাসে এই রকম দুঃখজনক ঘটনা আর একটিও ঘটেনি। রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য শুনে আদালত এই রায় ঘোষণা করল।

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...