দক্ষিণ এশিয়াজুড়ে বেঙ্গল টাইগার আছে প্রায় আড়াই হাজার। এর মধ্যে বাংলাদেশ সুন্দরবনে আছে ১১৪টি ও ভারতীয় সুন্দরবনে ৮৪ টি। বাকিরা ভারতের অন্য বনাঞ্চলে এবং নেপাল ও ভুটানে থাকে। যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বেঙ্গল টাইগারের মধ্যে সুন্দরবনের বাঘ বৈচিত্র্যময় এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা বেশি।