খেলায় চলছে জুয়ার বিজ্ঞাপন, দেখেও দেখছে না কেউ

প্রথম আলো প্রকাশিত: ১১ মে ২০২৪, ১২:০৬

টেলিভিশনে খেলা দেখা যেন এখন আর শুধু খেলা দেখাই নয়, সঙ্গে বাজি ধরার চটকদার বিজ্ঞাপন দেখাও! চাইলে খেলা দেখতে দেখতেই কেউ একটা ম্যাচ বা ম্যাচের কোনো অংশ নিয়ে বাজি ধরে ফেলতে পারেন। বাজি মানে জুয়া বা বেটিং।


ধরুন একজন ব্যাটসম্যান ব্যাট করছেন, তিনি কত রানে আউট হবেন, কারও সেটা নিয়ে বাজি ধরার ইচ্ছা হলো। কোনো সমস্যা নেই। টিভি পর্দায় তো ভেসে উঠছে অমুক ডট কম, তমুক ডট কমের ‘সারোগেট’ বা ছদ্মবেশী বিজ্ঞাপন। মুঠোফোন হাতে নিয়ে একটায় ঢুকে গেলেই হলো।


খেলার মধ্যে বেটিং সাইটের সারোগেট বিজ্ঞাপন দেখানোর উদ্দেশ্য মূলত দর্শকদের জুয়ার প্রলোভনে ফেলা। বিশ্বের অনেক দেশে বেটিং বৈধ হলেও বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। নিষিদ্ধ এসবের প্রচার-প্রচারণাও।


তারপরও এখানে টেলিভিশন চ্যানেল, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে বেটিং সাইটের বিজ্ঞাপন আসে, তবে আসে একটু ভিন্ন উপস্থাপনায় বা ছদ্মবেশ ও ছলচাতুরীর মাধ্যমে। যা দেখে যে কেউ বুঝবেন, এসব আসলে বেটিং ওয়েবসাইটেরই প্রচার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us