শিশুর শ্রোণিদেশে কাপড়ের তৈরি ডায়াপার, না অন্য কিছু পরাবেন—এই ভাবনায় দ্বিধান্বিত থাকেন অনেক বাবা-মা। আবার অনেক মা-বাবা মনে করেন, শিশুর প্যান্টের ভেতরে ডায়াপার পরিয়ে রাখার মানেই নিশ্চিন্ত থাকা। কিন্তু ছোট্ট শিশুর ক্ষেত্রে ডায়াপার বা যে পোশাকই পরানো হোক না কেন, সমস্যা যা হওয়ার তার ঝুঁকি একই। আর এখন বাচ্চাদের ডায়াপার পরানো খুবই প্রচলিত একটি ঘটনা। এটি কর্মজীবী মায়ের সময় যেমন বাঁচায়, তেমনই...