দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অলরাউন্ডার জেপি ডুমিনির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস। নিজেদের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে কিংস। তারা লিখেছে, ‘রাজশাহী কিংস গর্ব নিয়ে ঘোষণা দিচ্ছে যে, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনি এখন একজন কিং।’৩৫ বছর বয়সী ডুমিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯ ওয়ানডে খেলেছেন। এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগে ২৫২ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁহাতি এই অলরাউন্ডারের। সেই অভিজ্ঞতা নিজেদের সাফল্যের জন্য সহায়ক হবে বলে মনে করে রাজশাহী কিংস। তারা লিখে, ‘ডুমিনি; একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান, একজন কার্যকরী স্পিনার ও ক্ষুরধার ফিল্ডার। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার ক্যারিয়ার ১৪ বছরেরও বেশি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ। ২০১৮ সালে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে দ্বিতীয় শিরোপা জেতাতে নেতৃত্ব দিয়েছেন তিনি।’দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্লাব কেপ কোবরাস, পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেড ও আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ডুমিনি। ২০১৭ সালের সেপ্টেম্বরে টেস্টকে বিদায় জানান। চলতি বিশ্বকাপের রাউন্ড রবিন লীগে দক্ষিণ আফ্রিকার ৯ম ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটকেই গুডবাই জানান এই অলরাউন্ডার।