আসিফুজ্জামান পৃথিল : মানুষের শুধু দেহটাই রয়েছে। তার মস্তিস্ক চালাচ্ছে আসলে একটি কম্পিউটার। অনেক বৈজ্ঞানিক কল্পকাহিনী ও সাইফাই সিনেমায় দেখা যায় এ রকম ভীতিকর দৃশ্য। কিন্তু এখন সম্ভবত বাস্তবেই এরকম ঘটনা ঘটতে চলেছে। উদ্যোক্তা বিলিওনিয়ার এবং স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক জানিয়েছেন, তিনি মানব মস্তিস্কে এমন একটি কম্পিউটার চিপ স্থাপন করতে চান, যা ব্লুটুথে …