প্রতি বছর কয়েক শ কোটি টাকা লোকসান দেওয়া বিজেএমসির আয়-ব্যয়ের স্বাভাবিক চিত্র। এমন নাজুক পরিস্থিতিতেও প্রতিষ্ঠানটি কোনো ধরনের চাহিদা ছাড়াই ৭০০ কোটি টাকার পণ্য বানিয়ে বসে আছে। যেখানে আছে ৬৪ হাজার ৪০১ টন বস্তা, দামের হিসাবে যা ৫০০ কোটি টাকার বেশি। আর এই অবিক্রিত বস্তার চাপেই বিজেএমসির অবস্থা নাজুক।