দুর্নীতি কি দূর হবে?

ঢাকা পোষ্ট ফরিদ খান প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১১:৪১

দুর্নীতি বাংলাদেশের জাতীয় সমস্যা। দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু প্রায়। দেশের ব্যাংক ডাকাতি, অর্থ পাচার, প্রোজেক্ট ব্যবসা সব দুর্নীতিরই ফসল। দুর্নীতি শুধু অর্থনীতিকেই ধ্বংস করে না বরং মানুষের নৈতিক চেতনাও হত্যা করে, সমাজে একটি দায়মুক্তির সংস্কৃতি তৈরি করে যেখানে ক্ষমতায় থাকা ব্যক্তিরা নিজেদের জবাবদিহিতার ঊর্ধ্বে চিন্তা করে এবং কোনো প্রকার ভয় ছাড়াই কাজ করে। এখানে দুর্নীতিবাজরা সম্মানিত হয়, পুরস্কৃত হয়। 


বাংলাদেশের দুর্নীতিবিরোধী সংস্থাগুলো অনেকাংশে অকার্যকর হয়ে পড়েছে, প্রায়শই তারা ক্ষুদ্র অপরাধীদের নিয়ে অনেক বেশি মনোযোগী হয়, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা লোপাট করে বড় বড় রুই কাতলারা শাস্তি পায় না। এমনকি তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। এর ফলে সরকারের দুর্নীতি দমন ব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট হয়েছে এবং হুইসেল ব্লোয়ারদের এগিয়ে আসতে নিরুৎসাহিত করেছে।


সর্বোপরি, দুর্নীতি ফাঁস করতে সাংবাদিকতা কেন ঝুঁকি নেবে যখন প্রকৃত অপরাধীরা অস্পৃশ্য থেকে যায়? যারাই সাহস নিয়ে প্রভাবশালীদের থলের কালো বিড়াল বের করে দিতে এগিয়ে এসেছে তারাই কোনো না কোনোভাবে বিপদে পড়েছে। কাউকে জেলে পচতে হয়েছে, কাউকেবা দেশ পর্যন্ত ছাড়তে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us