পোশাক পরি নিজের ইচ্ছা মতো: সানি লিওন

দৈনিক সিলেট প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০১:১৬

দৈনিকসিলেটডেস্ক: বলিউডের বর্তমান সময়ের ক্রেজ সানি লিওন। বলিউডের আবেদনময়ী নায়িকা হিসেবে তিনি পরিচিত। অল্প সময়েই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। বলিউডের এই সেনসেশনকে তার কাজ ও পোশাক পরিধানের কারণে প্রায়ই সমালোচিত হতে হয়। তাই নিজের কাজকর্মের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ট্রোলিংয়ের শিকার হতে হয় তাকে। তবে সে সব ট্রোলিংকে তোয়াক্কা করেন না তিনি। তা আরও একবার প্রমাণ করলেন সানি। সোমবার (৮ জুলাই) ইন্ডিয়ান লাইসেন্সিং এক্সপো ২০১৯ এ গিয়েছিলেন সানি। সেখানে তিনি নিজের মালিকানাধীন অন্তর্বাসের ব্রান্ড লঞ্চ করেন। নিজের অন্তর্বাস ব্রান্ডের আগে কসমেটির ব্রান্ড 'স্টার ট্রাক বাই সানি লিওন'-এর উদ্বোধন করেছিলেন। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, আপনার পোশাক নিয়ে লোকজন যখন বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় তখন আপনার কেমন লাগে? এই প্রশ্নের জবাবে সানি বলেছেন, আমি সেলিব্রিটি। রোজ আমাকে বিভিন্ন বিষয় নিয়ে ট্রোলড হই। কিন্তু এই সব বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সানি লিওন। তিনি বলেন, অর্জুন পাতিয়ালা সিনেমায় অভিনয় করছি। এছাড়া কোলা কোলা নামের একটি সিনেমা করছি। আশা করছি চলতি বছরেই এটি মুক্তি পাবে। সানি লিওনের প্রযোজনা প্রতিষ্ঠান সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সিনেমা প্রযোজনা নিয়ে এ অভিনেত্রী বলেন, হ্যাঁ, আমরা কিছু চমৎকার গল্প পেয়েছি এবং আমাদের প্রোডাকশন টিম সাজিয়েছি। তারিখ চূড়ান্ত হলেই আমরা সিনেমার শুটিং শুরু করব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us