You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপে কেমন খেললেন অধিনায়করা?

শেষ হয়েছে প্রথম পর্বের খেলা। আগামীকাল থেকে শুরু হবে সেমির লড়াই। বিশ্বকাপে খেলেছে ১০ দল। প্রথম পর্বের শেষে বিদায় নিয়েছে ৬ দল। আর ৪ দল হাতে পেয়েছে সেমির টিকিট। প্রথম সেমিতে আগামীকাল মুখোমুখি হবে ভারত - নিউজিল্যান্ড। আর ১১ই জুলাই লড়বে অস্ট্রেলিয়া - ইংল্যান্ড। বিশ্বকাপে ১০ দলের ১০ জন অধিনায়ক কেমন খেললেন? দেখা নেয়া যাক তাদের পারফরম্যান্স।বিরাট কোহলি, ভারতপয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৮ ইনিংস খেলে করেছেন ৪৪২ রান। তার সর্বোচ্চ রান ৮২। আর ব্যাটিং গড় ৬৩.১৪।অ্যারণ ফিঞ্চ, অস্ট্রেলিয়াপয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অি দের অধিনায়ক ৯ ইনিংস খেলে করেছেন ৫০৭ রান। গড় ৫৬.৩৩। আর সর্বোচ্চ রান ১৫৩।ইয়ন মরগান, ইংল্যান্ডস্বাগতিক দলের অধিনায়ক ৯ ইনিংসে করেছেন ৩১৭ রান। সর্বোচ্চ ১৪৮ রান আর ব্যাটিং গড় ৩৯.৬৩।কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডচতুর্থ অবস্থানে নিউজিল্যান্ড। কিউই অধিনায়কের ৭ ইনিংসে আসে ৭৮১ রান। ৯৬.২০ ব্যাটিং গড়। পাশাপাশি হাত ঘুরিয়ে বাগিয়েছেন ২ উইকেট।সরফরাজ আহমেদ, পাকিস্তানপয়েন্ট টেবিলের ৫ নম্বর অবস্থানে পাকিস্তান। উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ৮ ম্যাচ ব্যাট চালিয়ে করেন ১৪৩ রান। সর্বোচ্চ ৫৫ আর গড় ২৮.৬০।দিমুথ করুণারত্নে, শ্রীলঙ্কাপয়েন্ট টেবিলের ৬’এ অবস্থান লঙ্কানদের। তাদের দলপতি দিমুথ করুণারত্নে ৭ ইনিংসে করেন ২২২ রান। সর্বোচ্চ ৯৭ রান। আর ব্যাটিং গড় ৩৭।ফাফ ডু প্লেসি, দক্ষিণ আফ্রিকাপ্রোটিয়ারা বিশ্বকাপ মিশন শেষ করে৭ নম্বরে থেকে। আর প্রোটিয়া কাপ্তান ৮ ইনিংস খেলে করেন ৩৮৭ রান। সর্বোচ্চ রান ১০০। আর ব্যাটিং গড় তার ৬৪.৫০।মাশরাফি বিন মোর্ত্তজা, বাংলাদেশটাইগাররা বিশ্বকাপে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করে। আর বাংলাদেশের অধিনায়ক ৮ ইনিংস বল করে উইকেট নেন মাত্র ১টি। আর রান করেন মাত্র ৩৪।জেসন হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজক্যারিবীয়রা পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার ৯ ইনিংসে করেছেন ১৭০ রানের পাশাপাশি পকেটে পুরেছেন ৮ উইকেট।গুলবাদিন নাইব, আফগানিস্তানপয়েন্ট টেবিলের তলানীর দল নবাগত আফগানিস্তান। আফগান অধিনায়ক নাইব ৯ ইনিংস খেলে করেছেন ১৯৪ রান। আর উইকেট নিয়েছেন ৯টি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন