‘২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ফেভারিট’

মানবজমিন প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০০:০০

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলেও হার দিয়েই শেষ হলো মাশরাফি বাহিনীর ইংল্যান্ড ও ওয়েলস অভিযান। শুক্রবার আসরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের হার দেখে টাইগাররা। আর ভারতের আগামী ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ফেভারিট হিসেবে খেলবে বলে মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে সেটা বলবো না। তবে আগামী বিশ্বকাপ ভারতে হবে, আর এতোটুকু বলবো আগামী বিশ্বকাপে বাংলাদেশ অবশ্যই ফেভারিট হিসেবে মাঠে নামবে।’ এবারের বিশ্বকাপে ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসরে ৬০৬ রান ও ১১ উইকেট শিকার সাকিবের। বিশ্বকাপে দুই সেঞ্চুরি সহ ৫ ফিফটি রয়েছে তার নামের পাশে। এমন পারফরমেন্সে তাকে কেউই সঙ্গ দিতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেন টাইগার অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, সাকিব দুর্দান্ত খেলেছেন। ব্যাট হাতে সাকিবকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি। আমি সাকিবকে ‘সরি’ বলতে চাই। আমরা যদি সাকিবকে সঙ্গ দিতে পারতাম তাহলে টুর্নামেন্টে ভিন্ন কিছু হতে পারতো।৯ ম্যাচে তিন জয় ও ৫ হারে তালিকার সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করলো টাইগাররা। এবারের আসরে ব্যাটিং ভালো করলেও বোলিং ও ফিল্ডিংয়ে বাজে অবস্থা বাংলাদেশের। এনিয়ে ‘ক্যাপ্টেন ম্যাশ’ বলেন, ‘আমরা ভালোই ব্যাটিং করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা খুবই বাজে ফিল্ডিং করেছি। যেটার মূল্য দিতে হয়েছে। আপনি আপনার শতভাগ উজার করে দিলেও মাঝেমধ্যে আপনার ভাগ্যেরও প্রয়োজন।’ বিশ্বকাপের শুরুতে নিজেকে মেলে ধরতে পারেননি ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তবে শেষ দিকে স্বরূপে ফেরেন মোস্তাফিজ। ৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে সেরা বোলারের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশের এই কাটার মাস্টার। মোস্তাফিজকে নিয়ে মাশরাফি বলেন, ‘মোস্তাফিজ যখন ক্যারিয়ার শুরু করে তখন তার বল খেলাই যেত না। সে ইনজুরিতে পড়েছে, তারপরও আয়ারল্যান্ড সিরিজে ভালো করেছে। আশা করি সামনে সে ইনজুরিতে পড়বে না। মোস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটের সম্পদ।’ ক্রিকেট থেকে অবসর নিয়ে মাশরাফি বলেন, ‘আমি এখন বাড়ি ফিরতে চাই। বাড়ি ফিরে ক্যারিয়ার নিয়ে ভাববো। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। ধন্যবাদ সমর্থকদের,  যারা আমাদের সমর্থন দিয়েছেন। আশা করি পরবর্তীতে আমরা তাদের খুশি করতে পারবো।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১০ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us