সেবা সপ্তাহ চললেও রাজউক চেয়ারম্যানের দপ্তরে ফাইলের স্তূপ

মানবজমিন প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০০:০০

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)- এ চলছে সেবা সপ্তাহ। রোববার থেকে শুরু হওয়া পাঁচদিনব্যাপী এ সেবা সপ্তাহ চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিষ্ঠানটির নিচে সেবা সপ্তাহ চললেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের রুমে এখনও ফাইলের স্তূপ। রুমটিতে প্রায় হাজার খানেক ফাইল স্বাক্ষরের অপেক্ষায় পড়ে আছে। প্রায় এক মাসের বেশি সময় ধরে এসব ফাইল পড়ে আছে। ফাইল স্বাক্ষর না হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিসহ অনেকে। দিনের পর দিন ফাইল স্বাক্ষর না হওয়ায় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন তারা। ওই সব ব্যক্তি রাজউকে ধর্ণা দিলেও ফাইল স্বাক্ষরের বিষয়ে কোনো সদুত্তর পাচ্ছেন না। রাজউকের চেয়ারম্যান দপ্তরের কর্মকর্তারাও কবে নাগাদ ফাইল স্বাক্ষর হবে এ বিষয়টি নিশ্চিত করতে পারছেন না। রাজউক সূত্রে জানা গেছে, ১৪ই মে রাজউকের চেয়ারম্যান পদ থেকে পিআরএলে যান আব্দুর রহমান। এরপর ২৪শে মে পরিবেশ অধিদফতরের সাবেক মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে রাজউকের চেয়ারম্যান করে একটি আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই সময় তিনি সরকারি সফরে জার্মানি ছিলেন। জার্মানি থেকে ফেরার পর রাজউকে যোগ দিয়ে ফাইল স্বাক্ষর করার ব্যাপারে নিজের অনীহার মনোভাব দেখান। মিটিং, শুভেচ্ছা বিনিময়ে সময় পার করেন। ফলে জরুরিসহ প্রায় এক হাজার ফাইল পেন্ডিং হয়ে যায়। গত রোববার সকালে সরকারি সফরে ফ্রান্স যান রাজউকের চেয়ারম্যান সুলতান। সরকারি সফরে যাওয়ার আগে শতাধিক ফাইলে স্বাক্ষর করেন। এরপরও প্রায় নয় শতাধিক ফাইল পেন্ডিং পড়ে আছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্রান্স সফর শেষে দেশে ফিরে আবারও আজারবাইজান সফরে যাবেন রাজউকের নতুন চেয়ারম্যান। তাই ৭ই জুলাই এর আগে পেন্ডিং ফাইল নিষ্পত্তি হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তাই পেন্ডিং ফাইল নিষ্পত্তির আগে সেবা সপ্তাহের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। গতকাল রাজউকে সেবা সপ্তাহের স্টলগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায়, সেবা সপ্তাহের স্টলগুলো পরিদর্শন করছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারীসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের তারা বিভিন্ন ধরনের নির্দেশনা দেন। পাশাপাশি সেবা সপ্তাহের মাধ্যমে জনগণকে আরও সম্পৃক্ততার কথা বলেন। এদিকে বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে রাজউকের সেবা সপ্তাহের পর্দা নামাবেন। সমাপনী অনুষ্ঠানে সেবা সপ্তাহের ফলাফল সর্ম্পকে আলোচনা হতে পারে। রাজউকের সেবা সপ্তাহের বিভিন্ন স্টল সূত্রে জানা গেছে, অনলাইনে আবেদন করেছেন এমন আবেদনকারীদের ভূমি ব্যবহার ছাড়পত্র, নির্মাণ অনুমোদনপত্র, নামজারীপত্র ও রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দকারীদের ফ্ল্যাটের চাবি সেবা সপ্তাহে হস্তান্তর করা হয়েছে।আগামীতে এর উপকারিতা আরো বাড়বে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us