জঙ্গি নির্র্মূলে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: আইজিপি
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০২:১২
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গি নির্মূলে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতার মধ্য দিয়ে দেশ থেকে আজ জঙ্গি নির্মূল করা সম্ভব হয়েছে। পুলিশ এখন মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স হিসাবে কাজ করছে। মাদককে নির্মূল করতে তিনি দেশের সকল জনগোষ্ঠির সহযোগিতার আহবান জানান।আইজিপি আজ সকালে ফরিদপুর কমিউনিটি পুলিশিং আয়োজিত মাদক ও জঙ্গীবাদ নির্মূল বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফরিদপুর পুলিশ সুপার জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআইজি হাবিবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা প্রমূখ।এ সময় আইজিপি মাদক ছেড়ে আলোর পথে আসা ৭০ জন মাদক ব্যবসায়ীকে ভ্যান ও সেলাই মেশিন প্রধান করেন। এছাড়া আইজিপির আগমনে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি ফরিদপুর পুলিশ লাইন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনের সভাস্থলে এসে শেষ হয়।