গণিতে একটি মজার সমস্যার সহজ সমাধান দেখুন। ১২ থেকে ১৮ এর মধ্যে শুধু একটি সংখ্যাই আছে যা ক্রমিক কয়েকটি সংখ্যার যোগফল নয়। সংখ্যাটি কত? এর সমাধানের জন্য আমরা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি গ্রহণ করব। ১২ থেকে ১৮ পর্যন্ত ৭টি সংখ্যা বিশ্লেষণ করে দেখব এদের মধ্যে এমন কোনো সংখ্যা আছে কি না যা কয়েকটি ক্রমিক সংখ্যার যোগফল নয়। হিসাব করে দেখা যাক। সংখ্যাটি যদি বিজোড় হয়, তাহলে সেটা তার অর্ধেকের আগে-পরের পূর্ণ...