সিলেটে ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ১০ দিনের নৃত্যকর্মশালা

মানবজমিন প্রকাশিত: ১১ জুন ২০১৯, ০০:০০

ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় সিলেটে শুরু হয়েছে ১০ দিনব্যাপী নৃত্যকর্মশালা। গতকাল সোমবার সকালে নগরীর মণিপুরী রাজবাড়ী মহাপ্রভূ জিও মন্দিরে এই কর্মশালার উদ্বোধন করেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার এল. কৃষ্ণমূর্তি। একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আরিফ বলেন, মণিপুরী নৃত্য সিলেটের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। রবীন্দ্রনাথ সিলেট সফরকালে মণিপুরী নৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন এবং শান্তি নিকেতনে মণিপুরী নৃত্য চর্চার ব্যবস্থা করেছিলেন। নতুন প্রজন্মকে এ নৃত্য সম্পর্কে জানাতে হবে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে দক্ষ করে তুলতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস এর সাধারণ সম্পাদক শান্তনা দেবী। একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টসের সভাপতি দীগেন সিংহের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী রবিকিরণ সিংহ রাজেশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষন সিংহ, বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি গিরিশ পূজারী, ভারতের মণিপুর জওহরলাল নেহারু ড্যান্স একাডেমির নৃত্য প্রশিক্ষক থোকচম ইবেমমুবি ও কে. যাদু সিংহ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us