জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের বেহালদশা। এবড়ো থেবড়ো সড়কের বেশিরভাগই গর্ত আর খানাখন্দে ভরা। এসব গর্তে প্রায় প্রতিদিনই ভারী যানবাহন আটকে ও বিকল হয়ে চলাচলে বিঘ্নিত ঘটাচ্ছে। গতকাল দিবাগত রাত ৯টার দিকে এ সড়কের উপজেলার মীরপুর বাজারের নিকটবর্তী মেঘারকালি সেতুর মুখের গর্তে একটি ট্রাক পড়ে আটকে যায়। ফলে যান চলাচলে ব্যাহত হয়। একই স্থানে গত বুধবার ও মঙ্গলবার রাতেও মালবাহী ট্রাক আটকে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, এ সড়কের একাধিক স্থানে ভাঙাচোরা ও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সংস্কারহীন এ সড়কে অসহনীয় দুর্ভোগ প্রতিনিয়ত পোহাচ্ছেন উপজেলার প্রায় ৪ লাখ জনসাধারণ। তবুও সড়ক সংস্কারের কর্তৃপক্ষের কোন ভ্লূক্ষেপ নেই। অভিযোগ উঠেছে এ সড়কে সংস্কারের নামে নিন্মমানের কাজ করে সরকারি অর্থ লুট করা হয়। ফলে কিছুদিনের মধ্যে সড়কে ভাঙন, গর্ত ও আর খানাখন্দে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এই দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, এ সড়কে ১৩ কিলোমিটার মধ্যে অধিকাংশ স্থানে জরুরি মেরামতের জন্য ১৩ লাখ টাকার জরুরি কাজের টেন্ডার প্রক্রিয়াাধীন রয়েছে। তিনি বলেন, একটি সড়কের সংস্কার কাজের তিন বছরের মধ্যে পুনরায় সংস্কার কাজ করার নিয়ম না থাকায় কাজ করা যাচ্ছে না। আগামী অর্থ বছরের সংস্কার করা হবে।