দৈনিকসিলেটডেস্ক: সিলেট জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলের দাওয়াত বঞ্চিত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবার ঈদ কার্ড থেকেও বঞ্চিত হলেন। বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক শাখায় জেলা প্রশাসন থেকে প্রেরিত ডাক ফাইলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব মোহাম্মদ বদরুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপূল কর্মকারের কাছে জেলা প্রশাসকের ঈদ কার্ড পৌছাঁলেও মেয়র আরিফুল হক চৌধুরীকে দেয়া হয়নি ঈদ কার্ড। সিসিকের প্রশাসনিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মো. শামীম হোসেন জানান, ঈদকার্ড বহনকারী জেলা প্রশাসনের কর্মচারীকে মেয়রের কার্ড নেই কেন প্রশ্ন করলে তিনি কোন সদোত্তর দেননি। এ প্রসঙ্গে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, 'সিলেট অঞ্চলের লোকজন সম্প্রীতি, সহানুভূতি আর সৌজন্যের জন্য বিখ্যাত। এখানে ধর্মীয় ও রাজনৈতিক, সামাজিক সম্প্রীতি বজায় থাকলেও কিছু কিছু অতিউৎসাহী কর্মকর্তারা অতীতের সেই ঐতিহ্য কে বিনষ্ট করতে চাচ্ছেন। যা কোনভাবেই কাম্য নয়'। এর আগে গত ১৭ মে সিলেট জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলেও দাওয়াত দেয়া হয়নি মেয়র আরিফুল হক চৌধুরীকে। এ নিয়ে সিলেটসহ সারাদেশে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।