খোকা ঘুমাল, পাড়া জুড়াল/ বর্গি এল দেশে/ বুলবুলিতে ধান খেয়েছে/ খাজনা দিব কিসে/ ধান ফুরাল, পান ফুরাল/ খাজনার উপায় কী/ আর কটা দিন সবুর কর/ রসুন বুনেছি।
বর্গিদের অত্যাচার ও জমির খাজনা দিতে অসমর্থ দরিদ্র কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে কোনো একসময় রচিত হয় এই লোকছড়া। কিন্তু টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৪টি মৌজায় ঘটেছে ওই ছড়ার ঠিক উল্টোটা। এখানে প্রজা (ভূমিমালিক) খাজনা দিতে চায় কিন্তু...