রাজনৈতিক দলকে কাছে টানতে হবে

জাগো নিউজ ২৪ মোস্তফা হোসেইন প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক এবং চিন্তা-চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য যে, এক্ষেত্রে উভয়পক্ষের মধ্যে অলিখিত সমঝোতা আছে। আবার কখনো কখনো দুটি পক্ষের মধ্যে মতভেদও দেখা দেয়। আশার কথা মতভেদগুলো কখনো তাদের মধ্যে কঠিন ফাটল ধরানোর মতো অবস্থা তৈরি করে না। সেই সুবাদে মতভেদগুলোও উভয় পক্ষের চিন্তা-ভাবনাগুলোকে এক অর্থে ইতিবাচক বলা যায়। যদিও রাজনৈতিক দলগুলোর কিছু কিছু বক্তব্য শুনে মনে হতে পারে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের মধ্যে দূরত্বটা বাড়ছে।


আসলে গণতান্ত্রিক রাজনীতিতে এমনটা হতেই পারে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেয়া রাজনৈতিক পদক্ষেপগুলো অন্ধভাবে রাজনৈতিক দলগুলো সবই গ্রহণ করেনি। এটা যেমন সত্য, অন্যদিকে দলগুলোকে কখনো কখনো বৈষম্য বিরোধী ছাত্র সমাজের গৃহীত পদক্ষেপের বিরুদ্ধে কঠিণ ভাষা প্রয়োগ করতেও দেখা গেছে। এরপরও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা এবং তাদের সমর্থনের কথা প্রকাশ করতেও সামান্য কুণ্ঠাবোধ করেনি রাজনৈতিক দলগুলো। এটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির ধারা।


বৈষম্য বিরোধী ছাত্রদের গৃহীত পদক্ষেপগুলো এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে মনে হতে পারে, কোথাও কোথাও পরিপক্কতার ঘাটতি আছে। যেমন রাষ্ট্রপতিকে অপসারণ বা পদত্যাগে বাধ্য করার প্রশ্নে ছাত্ররা যে উদ্যোগ গ্রহণ করেছিলো রাজনৈতিক দলগুলো তাকে গ্রহণযোগ্য মনে করেনি। সরাসরি তারা এ থেকে বিরত থাকার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানায়। তাদের বক্তব্য হচ্ছে, এতে করে রাজনৈতিক ও সাংবিধানিক শূন্যতা তৈরি হবে।



ছাত্র সমাজ তাদের লক্ষ্য অর্জনে আন্দোলনেও নেমে গিয়েছিল। তারা বঙ্গভবনের সামনে ছাত্র জমায়েতের আয়োজন করেছিল। এত বড় একটা সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর সমর্থনের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় তারা কিছুটা সময় নেয়। সম্ভবত বিএনপিই প্রথম তাদের প্রতিক্রিয়ায় রাজনৈতিক ও সাংবিধানিক শূন্যতার প্রসঙ্গ উত্থাপন করে। ছাত্ররা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। ছাত্রদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে হয়। তারা প্রমাণ করেছে, অন্যকে শ্রদ্ধা জানানোও রাজনীতির অংশ। তবে বিএনপির মতামতকে সম্মান জানালেও তারা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি থেকে সরে আসেনি।


বরং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হওয়া মাহফুজ আলমকে বলতে শোনা যায়-১দফাতেই সংবিধান ও সরকার বাতিলের নির্দেশনা রয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতির বিদায়ে সংবিধান কিংবা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে না। বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়-একটি সংবাদ দেখে। অতি সম্প্রতি একটি সংবাদ হয়েছে, এই সরকারের বৈধতা নিয়ে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না এমন বিধান রেখে একটি অধ্যাদেশ জারি হতে যাচ্ছে। এই অধ্যাদেশ জারি হওয়ার পর সরকারের সিদ্ধান্তসমূহও আইনগত ন্যায্যতা পাবে। ফলে রাষ্ট্রপতি কিংবা সাংবিধানিক যে বাধ্যবাদকতাগুলো রয়েছে সেগুলোও দূর হবে।


বলার অপেক্ষা রাখে না ঐকমত্যই হচ্ছে প্রধান বিষয়। যদি উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করি। নির্বাচন, নির্বাচন কমিশনসহ অন্য সংস্কার কমিশনের কাজের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার বিষয়টিও আলোচনায় আসা উচিত। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যেসব গুরুত্বপূর্ণ কাজ করছে সেগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা যত বেশি থাকবে ততই বিতর্ক এড়ানো সম্ভব হবে। শুধু বিতর্ক এড়ানোই নয় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনেও ভূমিকা রাখবে। সেক্ষেত্রে সংস্কার কমিশনগুলোর কিছু বক্তব্য এই ভাবনার বিপরীত মনে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us