এর নাম নিয়তি। এর নাম কপাল। এই গত বছরও যাঁর গোলাভরা ধান আর গোয়ালভরা গরু ছিল, সেই তাঁকেই এখন রাত কাটাতে হচ্ছে পরের গোয়ালঘরে। পদ্মার করালগ্রাসে সব গেছে। জমাজমি গেছে। বসতভিটা গেছে। ভিটার সঙ্গে ঘরবাড়িও গেছে। সহায়সম্পদ বলে কিছু নেই। এখন চোখের সামনে অনিশ্চয়তার ছবি আর পেটে উদগ্র ক্ষুধা। অথচ মানসম্মানবোধ আর চক্ষুলজ্জার কারণে কারও কাছে হাত পাতাও যাচ্ছে না। তাই খেয়ে না-খেয়ে কোনোরকমে দিন পার হচ্ছে।...