ইংল্যান্ডে ব্যাটসম্যানরাই সুবিধা পাবে: গাপটিল

মানবজমিন প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০০:০০

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বড় রানের খেলা হবে বলে মনে করছেন মার্টিন গাপটিল। নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান মনে করেন, ইংল্যান্ডের উইকেট হবে ব্যাটিংস্বর্গ। এবার ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পাবেন। আইসিসির ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে গাপটিল বলেন, ‘আমার মনে হয়ে, এবারের বিশ্বকাপে বড় রানের ম্যাচ হবে। ইংল্যান্ডের ফ্লাট উইকেট ব্যাটিংয়ের জন্য আদর্শ। বিশ্বকাপ প্রস্তুতি ও একটু বুঝেশুনে খেলতে পাড়লেই বড় ইনিংস খেলা সম্ভব।’ইংল্যান্ডের মাঠিতে নিউজিল্যান্ডের এই হার্ডহিটার ব্যাটসম্যানের পারফরম্যান্স দুর্দান্ত। ১৪ ম্যাচে তার মোট রান ৬৫২। যার মধ্যে রয়েছে ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৫ বলে ১৮৯ রানের অপরাজিত ইনিংস। গাপটিল বলেন, ‘আমি ইংল্যান্ডে খেলতে পছন্দ করি। ইংল্যান্ড ও  নিউজিল্যান্ডের উইকেটের সঙ্গে খুব একটা পার্থক্য নেই। এখানে ক্রিকেট দারুণ ভাবে উপভোগ করা যায়। ইংল্যান্ড মজার একটা জায়গা, এবং এখানের সমর্থকরাও দারুণ।’বিশ্বকাপের আগে নির্ভার থাকতে চান নিউজিল্যান্ড তারকা ক্রিকেটার গাপটিল। তিনি মনে করেন বিশ্বকাপের চাপ মাথায় নেয়া অর্থহীন। গাপটিল বলেন, ‘আমি তো চলতি পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলো দেখি, তাহলে বুঝা যায় ওখানের উইকেট কেমন হবে। বিশ্বকাপের সময়ও উইকেট এমনই থাকবে। ফলে শুরুতে একটু ধরে খেলতে পারলে আমাদের পক্ষে বড় রান তোলা খুব কঠিন হবে না। শুধু মনে এই বিশ্বাস রাখতে হবে যে, আমরাও বড় রান করার ক্ষমতা রাখি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us