থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের অভিষেক অনুষ্ঠান আজ শনিবার সকালে শুরু হয়েছে। সকাল ১০টা ৯ মিনিটের শুভক্ষণে তিন দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করা হয়। হিন্দু ও বৌদ্ধ রীতি অনুযায়ী জাঁকালোভাবে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।