ইকবাল আনোয়ার কেনরে ভাই, আমরা তো এক মাটিরই সন্তান। দলিত মথিত হয়েছি একসাথে। আমাদের সে কি কষ্ট। সব একাকার হয়ে কাই হয়ে গেছি দুজনায়। মিহি হবার প্রয়োজন পড়েছিলো বলে আমাদের মালিক, শ্রমিক লাগিয়ে এহেন অবস্থা করেছিলো আমাদের। চালান দেবে বলে, নগর গড়বে বলে! আমাদেরকে বলেছিলো, গাঁও গেরামে কে থাকে পড়ে, ক্ষেত হয়ে ক্ষেতের মাটিতে। …