দৈনিকসিলেটডটকম: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরি পরিষদ রেজি নং বি ৭৭ এর উদ্যোগে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে নগরীতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। ১ মে দুপুর ১২টায় র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাক্কাতুরা চা বাগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চা শ্রমিকদের ৭ দফা দাবীগুলোর মধ্যে রয়েছে চা শ্রমিকদের ভূমির অধিকার দেওয়া, শ্রম আইন অনুুযায়ী চা শ্রমিকদের গ্রেজুয়েটি প্রদান, সরকারি মজুরী কমিশনের মাধ্যমে মজুরী প্রদান, চা শ্রমিক সন্তানদের যোগ্যতা অনুয়ায়ী সরকারি চাকরি কোটা বরাদ্দ, প্রতিটি চা বাগানে এমবিবিএস ডাক্তার সহ এম্বুলেন্স বরাদ্দ, চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সহ ২০ মে কে চা শ্রমিক হত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরি পরিষদ রেজি নং বি ৭৭ এর সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন কমিটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সাবেক ইউপি মেম্বার গুনধর গোয়ালা, সংগঠনের সহ সভাপতি কল্পনা নায়েক, সাধারণ সম্পাদক দেবু বাউরি, মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক বিমল গঞ্জু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খান চা বাগানের বিনেশ বাড়াই, হাবিব নগর চা বাগানের সুমন কালীন্দ, লালাখাল বা বাগানের নগেন্দ্র গোয়ালা, আফিফা নগর চা বাগানের মিলন মুন্ডা, নিরঞ্জন মৃধা, অরুন বাউরী, সমর সিং, নিরঞ্জন গোয়ালা, পবিন জানি, জিতেন সবর, শিতু লোহার, সবুজ তাতি, বিলাশ বুনার্জী, কমল চাষা, রঞ্জিত নায়েক, মৃত্যুঞ্জয় কুর্মী, মদন গঞ্জু, রতি লাল নায়েক প্রমুখ।