শৈলকুপায় স্কুলে তালা

মানবজমিন প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০০:০০

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে  ফৌজদারি মামলা ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় অপসারণের দাবিতে ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ। রোববার বিকালে প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক-কর্মচারী এক সভা আহ্বান করে প্রধান শিক্ষিকাকে প্রতিরোধের ঘোষণা দেন। ক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীরা প্রধান শিক্ষিকাসহ সকল শ্রেণিকক্ষ, ল্যাব ও অন্যান্য কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষক-কর্মচারীদের ঘোষণা সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, বিদ্যালয়কে বাঁচানো ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষিকাকে অপসারণ করতে হবে। ফলে আর্থিক দুর্নীতি, শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের সঙ্গে সর্বদা দুর্ব্যবহার, চাকরি থেকে শিক্ষক-কর্মচারীদের অপসারণের হুমকি, বিদ্যালয়ের শৃঙ্খলা না মানাসহ ফৌজদারি মামলার আসামি হওয়ায় প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এ ব্যাপারে  শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহ্বায়ক তৈয়েবুর রহমান খান জানান, আমি কোনো ঝামেলাতে জড়াতে চাই না, বারবার মীমাংসা করে দেয়া হচ্ছে। তবুও পরক্ষণেই নানা ঘটনা ঘটছে। ইতিপূর্বে প্রধান শিক্ষিকাকে মারধরসহ তার অপসারণের দাবিতে রাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। উল্লেখ্য, ঝিনাইদহের ৩ সিনিয়র সাংবাদিকের ছবি বিকৃতি করে ফেসবুকে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার কুরুচিপূর্ণ পোস্ট দেন। এতে ডিজিটাল নিরাপত্তা আইনে শৈলকুপার সাংবাদিক শামীম বিন সাত্তার মামলা করেন। মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত বৃহস্পতিবার ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আবার জামিন নেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us