শ্বেতি হচ্ছে কালো রঞ্জক প্রস্তুতকারী বহির্ত্বকের মেলানোসাইটের অনুপস্থিতিজনিত চামড়ার এক ধরনের অস্বাভাবিকতা, যাতে শরীর ও শ্লেষ্মা ঝিল্লির বিভিন্ন স্থানে দুগ্ধ-ধবল সাদা সাদা দাগের সৃষ্টি হয়। তবে সাদা দাগ হলেই যে তা শ্বেতি রোগ হবে, তা কিন্তু নয়। শরীরে বিভিন্ন স্থানে নানা চর্মরোগও সাদা সাদা দাগ সৃষ্টির কারণ হতে পারে। যেমনÑ মরকিয়া, লাইকেন স্কেরোসাস, পিট্রিয়াসিস এলবা, সোদ বা পিট্রিয়াসিস ভার্সিকলর, পিন্টা, কুষ্ঠরোগ, রাসায়নিক লিউকোডার্মা, এলবিনিজম পিবালডিজম, লিভাস এনেমিকাস ইত্যাদি। আবার সাদা হলেও যে শ্বেতিরোগ হবে না, তা কিন্তু নয়। শ্বেতিরোগ উজ্জ্বল…