১৯৯০ সালে নরসিংদী জেলায় সবচেয়ে বেশি ২০ হাজারের মতো তাঁত ছিল। গত ২৮ বছরে তা কমে টিকে আছে মাত্র ১ হাজার ১২৮টি তাঁত। বিবিএসের হস্তচালিত তাঁতশুমারির ফলাফলেও এ খাতের ক্ষয়িষ্ণু অবস্থার চিত্র উঠে এসেছে। সারা দেশে এখন কারখানা ও গৃহস্থালি পর্যায়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬টি তাঁত সচল আছে। ১৯৯০ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ১২ হাজার ৪২১। প্রায় তিন দশকে অর্ধেক তাঁত বন্ধ হয়ে গেছে। গত তিন দশকে তাঁতকে কেন্দ্র করে পেশাজীব