ঢালাও পদোন্নতি, বদলি-পদায়ন-সুবিধা বণ্টন আর পুরস্কার ও তিরস্কারে পক্ষপাত—এসবের মধ্য দিয়ে জনপ্রশাসনে দলীয়করণ এখন সুস্পষ্ট। প্রশাসনিক কাঠামো হয়েছে পেটমোটা। আছে নিয়োগের ঢিলেমি। নারী-পুরুষের ভারসাম্য নেই। অন্যদিকে, জনসেবকদের বিরুদ্ধে আছে অপেশাদারত্ব ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ।