বিভিন্ন সময় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় লাশ শনাক্ত করতে ভোগান্তিতে পড়তে হবে না নারায়ণগঞ্জ পুলিশকে। লাশের আঙুলের ছাপ সংগ্রহ করেই জানা যাবে নাম-পরিচয়। একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কাজ করতে পারছে। এরই মধ্যে গত চার দিনে তিনটি লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে।