পঁচাত্তর বছরের বৃদ্ধ আশ্রাব আলীর বাড়ির সঙ্গে মসজিদ। পাশেই একটি কারখানার জেনারেটরের বিকট শব্দে মসজিদে নামাজ পড়তে কষ্ট হয়। মাগরিব ও এশার নামাজের সময় বেশি শব্দ কানে বাজে। শব্দের মাত্রা বেড়ে গেলে রাতে ঘুমাতে পারেন না। বাসায় বাচ্চারা পড়ালেখা করতে পারে না। জেনারেটরের শব্দে অতিষ্ঠ হয়ে বাসার ভাড়াটেরা চলে গেছেন। নিজের অসহায়ত্ব তুলে ধরে আশ্রাব আলী বলেন, বাপ-দাদার ভিটে ছেড়ে দিয়ে কোথায় যাব?...