দেশের প্রত্যেক জেলায় রেল যোগাযোগ হবে- রেলমন্ত্রী

মানবজমিন প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০০:০০

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, দেশের প্রত্যেক জেলায় রেল যোগাযোগ স্থাপন করা হবে। তিনি বলেন, আমরা একটা উন্নত দেশের স্বপ্ন দেখছি। সে দেশ তত উন্নত যে দেশ তার রেল ব্যবস্থাপনায় উন্নত। গতকাল বিকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। যেকোনো দেশের একটা নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম হলো রেল। বিএনপি-জামায়াত সরকার রেলকে অকার্যকর করেছিল। ’৯১ সালে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে চাকরি থেকে বিদায় করেছিল। অনেকে অবসর নিয়েছিল। বিভিন্ন কারখানা, রেল লাইন অকেজো হয়ে গিয়েছিল। বহু স্টেশন বন্ধ হয়ে গিয়েছে। এখনো সব স্টেশন চালু করা সম্ভব হয়নি। সে অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যাতে রেল জনগণের বাহন হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। মন্ত্রী বলেন, ২০১১ সালে আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়েছে। তারপর থেকে অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি বর্তমান টিকেটিং পদ্ধতির আরো আধুনিকায়ন করার পরিকল্পনার কথা জানান। মন্ত্রী বলেন, সাড়ে ৫শ’ কোচ আসছে। এসব কোচ এলে আরো ট্রেন বাড়বে। আসনের কোনো অসুবিধা হবে না।এর আগে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন চট্টগ্রাম থেকে রেলের চলমান উন্নয়ন কর্মকা- পরিদর্শন করে বিকাল ৪টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছেন। এ সময় রেলওয়ে শ্রমিকলীগ ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us