নিউজার্সির ক্যাথলিক চার্চে শতশত তরুণীকে ধর্ষণ

দৈনিক সিলেট প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৪

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে : আমেরিকায় রোমান ক্যাথলিক চার্চে উপাসনা করতে আসা কিশোরীরা সবচেয়ে বেশী ধর্ষণের শিকার হয়েছেন ঐসব চার্চের ধর্মগুরু কর্তৃক। সাম্প্রতিক সময়ে শতশত ধর্ষণের দায় স্বীকার করে ক্যাথলিক সম্প্রদায়ের এসব চার্চের পক্ষ থেকে মোটা অংকের জরিমানা প্রদানের ঘটনাও ঘটেছে। তারপরও থেমে নেই ধর্মীয় অনুভ'তিকে পুঁজি করে চার্চেই মহিলাদের ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনাবলি। সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি নিউজার্সি অঙ্গরাজ্যে ১৮৮ ধর্মগুরুর (?) তালিকা প্রকাশ করেছে ধর্ষণের সাথে যুক্ত থাকার। এরা সকলেই গত এক দশকে শত শত কিশোরীকে ধর্ষণ করেছে বলে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। এসবের তদন্ত চালাচ্ছে নিউজার্সির পুলিশ। অভিযুক্তদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। অন্তত: ৮ জনের বিরুদ্ধে একাধিক তরুনীকে ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে প্যাটারসনে ২৮, ক্যামডেন-৫৭, ট্রেনটনে ৩০ এবং মেটুচেনে ১১ জন রয়েছেন। তরুনীদের উপাসনায় সহায়তার নামে নির্জন কক্ষে নিয়ে যৌন ক্ষুধা মেটানোর এ তালিকার শীর্ষে ছিলেন কার্ডিনাল থিয়োডোর ম্যাকক্যারিক। তিনি ছিলেন আমেরিকায় ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ পদবিধারী ধর্মগুরু। তাকে ধর্মগুরুদের এসোসিয়েশনের সর্বোচ্চ আসন থেকে সরিয়ে দেয়া হয়েছে। নিউয়ার্ক আর্কডিয়োসেসের প্রধান কার্ডিন্যাল যোসেফ টবিন সারা অঙ্গরাজ্যে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে ১৩ ফেব্রুয়ারি বিতরণকৃত এক সার্কুলারে উল্লেখ করেছেন, যেসব ধর্মগুরুর তালিকা প্রকাশিত হয়েছে, তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এহেন অপকর্ম করা হয়েছে ১৯৪০ সাল থেকে গত বছর পর্যন্ত বিভিন্ন সময়ে। এদেরকে চার্চ থেকে সরিয়েও দেয়া হয়েছে। সকলের ব্যাপারেই সংশ্লিষ্ট সিটি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এসব দুষ্ট লোকের সমুচিত শাস্তির দাবি সকল মানুষেরই। এই সার্কুলারে আরো উল্লেখ করা হয়েছে, যারা কথিত ধর্মগুরু কর্তৃক ধর্ষিতা হয়ে দীর্ঘদিন যাবত নিরবে কাঁদছিলেন এবং বিচার প্রত্যাশা করছিলেন, তারা এখন নিশ্চয়ই স্বস্তিবোধ করবেন। তাদের কষ্টের মাত্রা হ্রাস পাবে এবং একইসাথে সামনের দিনে এমন জঘন্য কর্মে অন্যেরা প্রবৃত্ত হতে বারবার ভাববে। ক্যাথলিক চার্চের প্রতি ধর্মপ্রাণ মানুষদের আস্থা পুনপ্রতিষ্ঠায় এমন পদক্ষেপের বিকল্প ছিল না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us