জাবের হোসেন: দেশে মাছের মোট চাহিদার অন্যতম যোগানদার ময়মনসিংহ জেলা। প্রতিবছর জেলার চাহিদার চারগুণের বেশি মাছ উৎপাদিত হয় এখানে। গত অর্থ বছরে এজেলায় প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। কিন্তু খাবারের মূল্যবৃদ্ধি এবংমাছের বাজারদর নিম্নমুখী হওয়ায় বিপাকে পড়েছেন মৎসচাষিরা। সময় টিভি জেলায় বাণিজ্যিক মাছের খামার রয়েছে ৬ হাজার ৩৭১টি। আর এর সাথে …