বর্তমান সরকার হচ্ছে শিক্ষা বান্ধব সরকার শাহজাহান কামাল এমপি
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:০৫
লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন বর্তমান সরকার হচ্ছে শিক্ষা বান্ধব সরকার। এই সরকার গত দশ বছরে শিক্ষার জন্য যা করেছে, অতিতের কোন সরকার তা করেনি। নারী শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকার সফলতার স্বাক্ষর রেখেছে। আওয়ামী লীগ সরকার প্রতি বছর পহেলা জানুয়ারি সারাদেশে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই পৌঁছে দিচ্ছে। এটি বিশ্বের মধ্যে একটি অন্যতম উদাহরণ। আওয়ামী লীগ সরকার মেয়েদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তাদের উপবৃত্তি প্রদান করছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী আর এখন শিক্ষা মন্ত্রীও একজন নারী, তাই দেশের নারী শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ বিশাল সাফল্য বয়ে আনবে। রবিবার দুপুরে সদর উপজেলার চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়নের জন্য আমরা সকল কিছু করতে রাজি আছি। দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নের উপর আস্থারেখে আবারো আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। তাই সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। কেউ যদি এ সবের সাথে জড়িত থাকেন তাহলে সাবধান হয়ে যান, তা না হলে আইন শৃঙ্খলা বাহিনী কাউকে ছাড় দিবেনা। আর তারা যদি আমাদের দলেরও হন তাহলেও তাদেরকে ছাড় দেওয়া হবেনা। চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্ল্যা, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম পাটওয়ারী বাবুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদ আলম চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শিক্ষানুরাগী আয়েশা ইয়াসমিন বাররাহ্, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান ও সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ।এ সময় বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে গুনীজন সংবর্ধনা, বৃত্তিপ্রদান ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।