সুলতান মোহম্মদ মনসুর মনে করেন দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এগিয়ে নিতে পারে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্র সংসদ নির্বাচন

আমাদের সময় প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ১০:৩৭

স্বাধীনতার ৪৭ বছরে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র ৭ বার। ১৯৯১ সালের পর ২৮ বছর পর আবার ডাকসু নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে, এটা আনন্দের বিষয়। ডাকসু ছাত্র রাজনীতির একটি অন্যতম প্লাটফর্ম ও জাতীয় পর্যায়ের নেতা তৈরির অন্যতম মাধ্যম। ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২৩তম ভিপি ও সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মোহম্মদ মনসুর আহমেদ এ কথা বলেন।  এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি আরো বলেন, বর্তমান সংসদে আমলা ও ব্যবসায়ীর সংখ্যা ৪০ শতাংশেরও বেশি অতিক্রম করেছে। কিন্তু গত ২৭ বছরে যদি ২৭টি নির্বাচন হতো তাহলে এর মধ্য দিয়ে ৫৪ জন নেতা পেতাম। ডাকসুসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির সঠিক চর্চার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি। এতে জাতির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন এগিয়ে যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us