ভারতে গরীবদের তুলনায় ধনীদের সম্পদ বৃদ্ধি পেয়েছে ১৩ গুণ বেশি
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ১৬:৩২
গত বছরে ভারতের ধনীরা আরো ফুলেফেঁপে উঠেছেন। ২০১৮ সালে দেশটির ধনীদের সম্পদ বৃদ্ধি পেয়েছে ৩৯ শতাংশ যেখানে গরীবদের বৃদ্ধি পেয়েছে মাত্র ৩ শতাংশ। তার মানে ভারতীয় বিলিওনারদের সম্পত্তি দিনে ২,২০০ কোটি টাকা করে বেড়েছে। দেশটির সবচেয়ে ধনী ১ শতাংশ মানুষ আরও ৩৯ শতাংশ বেশি ধনী হয়েছেন যা গরীবদের তুলনায় ১৩ গুণ বেশি।সোমবার আন্তর্জাতিক সংস্থা অক্সফাম, স্যুইস স্কি রিসর্টে পাঁচদিনের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার শুরুতে এই রিপোর্ট প্রকাশ করে। এতে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে বিলিওনারদের সম্পদ বেড়েছে ১২শতাংশ মানে দিনে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার। আর বিশে^র দরিদ্রতম অংশের সম্পদ কমেছে ১১ শতাংশ। ভারতে ১০ শতাংশ গরিবের মধ্যে ১৩.৬ কোটি মানুষ ২০০৪ সাল থেকে এখনও ঋণের জালে জর্জরিত হয়ে রয়েছে। অক্সফাম তার প্রতিবেদনে জানানো হয় ভারতে ৫০ শতাংশ সম্পত্তিই মাত্র ৯ ধনীর হাতে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বয়ানিয়ামার বলেছেন, যদি ভারতের ১ শতাংশ ধনী ও বাকি জনসংখ্যার মধ্যে সম্পত্তির এই হারে পার্থক্য বজায় থাকে, তা হলে এক সময় দেশটির আর্থ সামাজিক ব্যবস্থাটাই ভেঙে পড়বে।