পড়ন্ত বিকেল। জনপ্রিয় ধারাবাহিক ‘নকশিকাঁথা’ শুটিং ফ্লোরে প্যাকআপ হয়ে গিয়েছে। কিন্তু তিনি, অর্থাত্ স্নেহা চট্টোপাধ্যায়ের ছুটি নেই। কারণ, পাশের ফ্লোরে ‘ফাগুন বউ’-এর শুটিং রয়েছে। তার মধ্যেও মেকআপ রুমে জমল আড্ডা।