ভুয়া ডিগ্রিধারী অভিনেতা প্রাণ রায়। ঢাকা শহরের একটি অফিসে পিয়নের চাকরি করতেন এ অভিনেতা। অফিসের বস একদিন শখ করে তার ডক্টরেট প্রাপ্তির গল্প বলে এবং সার্টিফিকেট দেখায়। এদিকে সুযোগ বুঝে বসের ডক্টরেট সার্টিফিকেট নিয়ে গ্রামে চলে আসে প্রাণ রায়। গ্রামের সকলকে বলে, সে বিদেশি ডিগ্রি এনেছে। এ উপলক্ষে গ্রামের মধ্যে এক অভিনব কৌশলে প্রচারণা চালাতে চায়। ‘ডিগ্রিধারী চান্দুমামা’ শিরোনামের একটি টেলিছবিতে এভাবেই দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রাণ রায়কে। এটি রচনা ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস। এ টেলিছবিতে আরও অভিনয় করেছেন শানারেই দেবী শানু, রিমু রোজা খন্দকার, সুব্রত, শামীম হাসান সরকারসহ অনেকে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ডিগ্রিধারী চান্দু মামা’ টেলিছবিটি আগামী ১৮ই সেপ্টেম্বর দুপুর সোয়া ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে। টেলিছবিটি প্রসঙ্গে প্রাণ রায় বলেন, এখানে একজন মানুষের লোভ কেমন হয় সেটি নির্মাতা তুলে ধরেছেন। মানুষ হাসতে হাসতে এখান থেকে কিছু শিখতে পারবেন বলে আশা করছি।