যে কোনো লেখকের লেখার প্রধান উপজীব্য মানুষ, মানুষের জীবন, জীবনের আনন্দ-বেদনা। কিন্তু কজন শেকড়সন্ধানী লেখক সত্যিকার অর্থে তার অনুসন্ধানী অন্তর্ভেদী দৃষ্টিতে মানুষকে, মানুষের বেঁচে থাকার নিগূঢ়তম সত্য, সৌন্দর্য এবং বিচিত্রতাকে তুলে আনতে পারেন? রিজিয়া রহমান দক্ষতার সাথেই তা পেরেছেন।...