ময়মনসিংহ ত্রিশালে গত শুক্রবার ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী (এমপি) বিআরটিসির দ্বিতল বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিআরটিসির ১২টি গাড়ী ত্রিশাল থেকে ময়মনসিংহ হয়ে মুক্তাগাছায় প্রতি ২০ মিনিট পর পর চলার কথা রয়েছে। ত্রিশাল হতে ময়মনসিংহ ১৫ টাকা আর মুক্তাগাছা পর্যন্ত ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করেন কর্তৃপক্ষ। বিআরটিসি দায়িত্বপ্রাপ্ত বুকিং মাস্টার আমিরুল ইসলাম জানায়, ত্রিশাল থেকে ময়মনসিংহ হয়ে মুক্তাগাছা পর্যন্ত ইতিমধ্যে ৮টি গাড়ি চলাচল শুরু করেছে আগামীকাল থেকে ১২টি গাড়িই রাস্তায় চলবে। আমাদের ৬টি কাউন্টার আছে যা ত্রিশাল বাসস্ট্যান্ড, বৈলর মোড়, সিবিএমসি হাসপাতাল মোড়, বাইপাস মোড়, ময়মনসিংহ ব্রিজ মোড়, টাউন হল মোড় ও মুক্তাগাছায়। বিআরটিসির আগমনে নড়েচড়ে বসে রোডের ৪৯টি গাড়ি নিয়ে দাপটের সংঙ্গে ময়মনসিংহ ত্রিশাল বাসস্ট্যান্ড হতে স্কয়ার মাস্টার বাড়ি পর্যন্ত চলে আসা শালবন সুপার গেটলক সার্ভিস। শালবন সুপার সার্ভিসের আগের ভাড়া ত্রিশাল থেকে ময়মনসিংহ পর্যন্ত ৩০ টাকার পরিবর্তে ২৫ টাকা করা হয় বলে জানায় শালবন সুপারের বুকিং মাস্টার মো. মুর্তাজ আলী।