ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিনে বৃষ্টি কারণে খেলা হয়েছে মাত্র ৪৪ ওভার। বৃষ্টিবিঘ্নিত দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৭০/৩। ফিফটি হাঁকিয়ে আউট হন মারনাস লাবুশেন। স্টিভ স্মিথ ৬০ ও ট্রাভিস হেড ১৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক টিম পেইন। বরাবরের মতো এই টেস্টেও ওপেনাররা ব্যর্থ। দলীয় ২৮ রানেই বিদায় নেন দুই ওপেনার। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ডেভিড ওয়ার্নারকে (০) উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর ক্যাচ বানিয়ে ফেরান স্টুয়ার্ট ব্রড। চলতি অ্যাশেজে এ নিয়ে ৭ ইনিংসে ৫ বার ওয়ার্নারকে আউট করলেন ব্রড। এরপর মার্কাস হ্যারিসকেও (১৩) ফেরান ব্রড। ওপেনারদ্বয়ের বিদায়ের পর অস্ট্রেলিয়ার হাল ধরেন লাবুশেন-স্মিথ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কোনো বিপদ হতে দেননি তারা। ৯৮/২ দিনে বিরতিতে যায় অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির কারণে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটির গড়ে দলীয় ১৪৪ রানে আউট হন লাবুশেন । অ্যাশেজে টানা চতুর্থ ফিফটি তুলে নেয়া লাবুশেন ১২৮ বলে করেন ৬৭ রান। তিনি ফেরার পর আর মাত্র ৫ ওভার খেলা হয়েছে। চা বিরতির পর আর মাঠেই নামতে পারেননি ব্যাটসম্যানরা।