আসামে এনআরসি তালিকায় নাম না পেয়ে নারীর আত্মহত্যা

মানবজমিন প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শনিবার ভারতের আসাম রাজ্যে প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি’র চূড়ান্ত তালিকা। এ তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ বাংলাভাষী। বাদপড়া মানুষের সবাই আছে ঘোর সংশয়, উদ্বেগ ও আতঙ্কের মধ্যে। এরইমধ্যে আসামের শোণিতপুর এলাকায় বাদ পড়া এক নারী গতকাল আত্মহত্যা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আত্মহত্যা করা ওই নারীর বয়স ছিল ৫০ বছর। তবে তার নাম জানা যায়নি। এনআরসি তালিকায় তার নাম নেই জানতে পেরে বাড়িতে থাকা কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। উল্লেখ্য, নাগরিকপঞ্জীর শেষ খসড়া তালিকায় বাদ পড়া মানুষের সংখ্যা ছিল ৪১ লাখ। নতুন এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ। তালিকায় নাম না থাকায় উদ্বিগ্ন লক্ষাধিক মানুষ। যদিও তালিকায় নাম না থাকলেই ‘বিদেশি’ বলে গণ্য হবেন না বলে আশ্বস্ত করেছে আসাম সরকার। এ নিয়ে অকারণ আতঙ্ক বা গুজব ছড়ানো থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্যটি। এনআরসি নিয়ে ব্যাপক ক্ষোভের আশংকা আগে থেকেই ছিল। ক্ষুব্ধ মানুষ সহিংসতা ঘটাতে পারে এমন আশংকা থেকে আসামে ২০ হাজার অতিরিক্ত আধাসামরিক বাহিনী পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়া, গুয়াহাটিসহ একাধিক স্পর্শকাতর এলাকায় বড় কোনো জমায়েত রুখতে জারি হয়েছে ১৪৪ ধারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us