পৃথিবীতে বসবাসকারী এই ভিনগ্রহীরা সুপেয় পানির বদলে চায় ঝর্ণার পানি
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ১২:৪২
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি। সেখানকার বাসিন্দারা নিজেদের ভিনগ্রহী হিসেবে দাবি করলেও অবাক হবেন না যেন! এই প্রযুক্তিনির্ভর শহর এমনই অদ্ভূত যে কেউ কেউ দৈনিক ঘণ্টা দশেকের পথ পাড়ি দিয়ে সেখানে যান অফিস ধরতে। কেউ কেউ এমন সব গাড়ির ফরমাশ দেন, যার কিনা কেবল নকশা হয়েছে। আবার অনেকেই বাস করেন ‘মাত্র এক মিলিয়ন ডলারে’ কেনা ফ্ল্যাটে। দুনিয়ার বাঘা বাঘা প্রযুক্তি প্রতিষ্ঠানের আঁতুরঘর হিসেবে খ্যাত সিলিকন ভ্যালির বিচিত্র জীবনযাপনে একটু উঁকি মারা যাক-