আলোচনায় রানা-তাবিবের ‘গলিবয়-৩’

মানবজমিন প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ০০:০০

‘শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে, আমাদের ঘর নাই সে কথা কে বলবে’- এমন কথাকে উপজীব্য করে পথশিশুদের শিক্ষাসহ সাম্প্রতিক বেহাল জীবনযাপন নিয়েই ‘গলিবয়-৩’ গানটি রচিত হয়েছে। আর বরাবরের মতো গলিবয় রানার এ গানটিও অল্প সময়ে আলোচনায় চলে এসেছে। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ। অসাধারণ বাণীসমৃদ্ধ এ গানটির কথা-সুর রচনা এবং ভিডিও পরিচালনাও করেছেন তিনি। গলিবয় রানা ও তাবিবের যৌথভাবে গাওয়া এ গানটি মাত্র তিন দিনে ইউটিউবে ১৬ লাখের বেশি মানুষ উপভোগ করেছেন। শুধু তাই নয়, অসংখ্য প্রশংসামূলক ও ইতিবাচক কমেন্টও পড়ছে ইউটিউবের কমেন্ট বক্সে। সাধারণ শ্রোতা-দর্শক থেকে শুরু করে অনেক সংগীতশিল্পী-অভিনেতা-অভিনেত্রীও গানটি শেয়ার করে এর প্রশংসা করেছেন ইতিমধ্যে। সব মিলিয়ে গলিবয় রানা ও তাবিবের এ গানটি ইতিমধ্যে আলোচনার শীর্ষে অবস্থান করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us