খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা যুবক গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ০০:০০

খুলনা মহানগরীর  শেখপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি শরীফুল ইসলাম আশিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টায় নগরের শেখপাড়া লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এর আগে রোববার দুপুরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় শিশুটির আপন খালাতো ভাই আশিক। শিশুটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।  সোমবার সকালে শিশুটির মা বাদী হয়ে শরিফুল ইসলাম আশিককে প্রধান আসামি করে নগরীর  সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন। শিশুটির মা জানান, শেখপাড়া লোহাপট্টি এলাকায় তার বোন ও তিনি সপরিবারে থাকেন। প্রায়ই  মেয়েটিকে নির্যাতন করতো আশিক। কিন্তু শিশুটি এতোদিন সেটা জানায়নি। রোববার নির্যাতনের সময় শিশুটি চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে আসে। তিনি আরো বলেন, এখন আমার বোন বিষয়টি মীমাংসার জন্য বলছে। কিন্তু আমি এর বিচার চাই। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায় জানান, সোমবার সকাল ১০টায় শেখপাড়া  লোহাপট্টি এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। রিমান্ড শুনানির দিন এখনও নির্ধারণ হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us