গতকালই ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে জানায় যে একটি দুর্ঘটনার জেরে বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের ওপর চড়াও হন পথচারীরা। অভিযোগ ওঠে যে গত শনিবার মধ্যরাতে রাবিনা ট্যান্ডনের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে তিনজনকে ধাক্কা দেন।
পরে ক্ষমা চেয়ে বিষয়টা মেটানোর বদলে নাকি অভিনেত্রী তাঁদের ওপর পাল্টা চড়াও হন। তাতেই তাঁরা খেপে যান। ওই ঘটনার সময় অভিনেত্রী মদ্যপ ছিলেন, এমন দাবিও করা হয়। তবে এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে যে অভিনেত্রী আসলে মদ্যপ ছিলেন না। খবর টাইমস অব ইন্ডিয়ার