‘ঢাকা দক্ষিণের ১২শ’ বাড়িতে এডিশ মশার লার্ভা’

মানবজমিন প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ১২:১৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২শ’ বাড়িতে এডিশ মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ১লা জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হচ্ছে। এ পর্যন্ত ৫ হাজার ৭শ’৭৪ বাড়িতে মশক নিধন অভিযান চালিয়েছে সিটি করোপোরেশন। এরমধ্যে প্রায় ১২শ’ বাড়িতে লার্ভা পাওয়া গেছে। এছাড়া লার্ভা পাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতীকী পরিষ্কার অভিযানে অংশ গ্রহণ করে তিনি এসব কথা বলেন। সকালে ঢাকা মেডিকেল পরিষ্কার অভিযানের মাধ্যমে এই কর্মসূচির উদ্ধোধন করেন সাঈদ খোকন। মেয়র সাঈদ খোকন বলেন, আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়ে আসবো। ইতিমধ্যে মশক নিধনের নতুন ওষুধ আনা হয়েছে। কাজ চলছে। এছাড়াও সকলকে নিজ নিজ উদ্যোগে বাড়ি ও প্রতিষ্ঠান পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us